আমি রাজবন্দি
হিসেবে বন্দি আছি জেনেও সরকারি কর্মচারী হয়েও আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। নিশ্চয়ই তাহার চরিত্র বল আছে
❤️❤️❤️❤️❤️
রেণু দেখা করতে এসেছিল। রেহানার জ্বর, সে আসে নাহ । রাসেল জ্বর নিয়ে এসেছিল। হাসিনার বিবাহের প্রস্তাব এসেছে। রেণু ব্যস্ত হয়ে পড়েছে।
ছেলেটাকে পছন্দও করেছে। ছেলেটা সিএসপি। আমি রাজবন্দি হিসেবে বন্দি আছি জেনেও সরকারি কর্মচারী হয়েও আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। নিশ্চয়ই তাহার চরিত্র বল আছে । মেয়েটা এখন বিবাহ করতে রাজি নয়। কারণ আমি জেলে, আর বিএ পাশ করতে চায়।
আমি হাসিনাকে বললাম, ‘মা আমি জেলে আছি, কতদিন থাকতে হবে, কিছুই ঠিক নাই। তবে মনে হয় সহজে আমাকে ছাড়বে না, কতগুলি মামলাও দিয়েছে। ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে চলেছে । তােমাদের আবারও কষ্ট হবে। তোমার মা যাহা বলেছে শুনিও।’ রেনুকে বললাম, আর কি বলতে পারি? আবার বললাম, ‘১০ তারিখে মামলা আছে । আকরাম ও নাসিরকে পাঠাইয়া দিও। বাচ্চারা কেমন আছে জানাইও।
৭ই সেপ্টেম্বর ১৯৬৬
“কারাগারের রোজনামচা”
পৃষ্ঠাঃ ১৯৪
প্রচারে: বাংলাদেশ আওয়ামী লীগ