
যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটল নেপালে। রোববার (১৫ জানুয়ারি) নেপালের পুরনো ও নতুন পোখরা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়েছে বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমানে ৬৮জন যাত্রী এবং ৪ জন ক্রু অবস্থান করছিলেন। উদ্ধারকাজ চলছে।
কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে উড়ে আসা ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর ৭২ বিমান রবিবার সকালে কাস্কি জেলার পোখরায় বিধ্বস্ত হয়েছে।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, পুরানো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
এভারেস্টসহ বিশ্বের সবচেয়ে বড় ১৪টি পর্বতমালার মধ্যে আটটিই নেপালে। এগুলোর প্রভাবে দ্রুত ও ঘন ঘন আবহাওয়া পরিবর্তন হয়। এছাড়াও বিভিন্ন কারণে নেপালে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে।