ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

তাইওয়ান ইস্যুতে ওয়েবসাইট থেকে বিবৃতি সরানোয় চীনের তীব্র ক্ষোভ

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:২৪ অপরাহ্ন

banglahour

সূত্র: বিবিসি

ওয়াশিংটন, সোমবার: মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তাদের ওয়েবসাইট থেকে "আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না"—এই বিবৃতি সরিয়ে ফেলেছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন, যা নতুন করে বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এই পরিবর্তনের নিন্দা জানিয়ে একে "তাইওয়ানের স্বাধীনতাপন্থি বিচ্ছিন্নতাবাদীদের জন্য ভুল বার্তা" বলে অভিহিত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে "ভুল সংশোধনের" আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা ও চীনের প্রতিক্রিয়া

যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এটি একটি "স্বাভাবিক আপডেট" এবং তারা এখনো "এক চীন" নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, "এক চীন" নীতির অধীনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চীনকে স্বীকৃতি দিলেও, তাইওয়ানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক সংগঠনে তাইওয়ানের অন্তর্ভুক্তির বিষয়ে সমর্থন দিয়ে আসছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "এটি মার্কিন অবস্থানের গুরুতর পশ্চাদপসরণ এবং তাইওয়ানকে চীনবিরোধী হাতিয়ার হিসেবে ব্যবহারের আরেকটি উদাহরণ। আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই ভুল সংশোধন করতে এবং প্রকৃতভাবে 'এক চীন' নীতি মেনে চলার আহ্বান জানাই।"

তাইওয়ানের প্রতিক্রিয়া

অন্যদিকে, তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং যুক্তরাষ্ট্রের এই পরিবর্তনকে "তাইওয়ান-বান্ধব ইতিবাচক শব্দচয়ন" হিসেবে স্বাগত জানিয়েছেন।

এছাড়া, তাইওয়ানে কার্যক্রম পরিচালনাকারী মার্কিন প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, "আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে, আমরা উভয় পক্ষের (তাইওয়ান ও চীন) একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের বিরোধিতা করি।"

তাইওয়ান ইস্যুতে উত্তেজনার নতুন মাত্রা

চীন তাইওয়ানকে তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে একীভূত করার হুমকি দিয়ে আসছে।

অন্যদিকে, তাইওয়ানের বেশিরভাগ নাগরিক নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র হিসেবেই মনে করেন, যদিও সংঘাত এড়িয়ে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষপাতী।

বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়েবসাইটে মার্কিন পররাষ্ট্র নীতির এই পরিবর্তন চীন-মার্কিন সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com