ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কোহলির আগে শুধু দুজন

খেলা | অনলাইন ডেস্ক

(৪ দিন আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ২:২৮ অপরাহ্ন

banglahour

যেন সব দখলের মন্ত্রে নেমেছেন বিরাট কোহলি। ব্যাট হাতে নামেন, কারও রেকর্ড ভাঙেন এবং সেটি গড়েন নিজের নামে। ভারতের তারকা ব্যাটারের চোখ এবার দুই কিংবদন্তির আরেকটি রেকর্ডে। যাদের একজন আবার কোহলির হাতছোঁয়া দূরত্বে।

ক্রিকেটে এমন অনেক রেকর্ড আছে যেখানে কোহলিই সর্বেসর্বা। আবার কয়েকটি রেকর্ড আছে যা তিনি এত উঁচুতে নিয়ে গড়েছেন যে, তা ভাঙার ভাবনাও কম। কোহলিকে ভাবা হচ্ছে, তিনি ভেঙে দেবেন শচীন টেন্ডুলকারের ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ এবং ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড। সেই পথে দুর্বার গতিতে এগোচ্ছে কোহলি।

পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি মাস্টার ব্লাস্ট শচীনের। এরপরেই আছেন কুমার সাঙ্গাকারা। দুজনেই ক্রিকেট ছেড়েছেন। এমনকি রানের হিসেবে সেরা আটে একজন আছেন, যিনি এখনও ক্রিকেট খেলছেন। কোহলি আছেন সেরা তিনে। তার সামনে এখন শুধু দুজন। লিটল মাস্টার শচীন ও লংকান কিং সাঙ্গাকারা।

তালিকায় সবার ওপরে ১৮,৪২৬ রান করে আছেন শচীন। দুইয়ে থাকা সাঙ্গাকারার পুঁজিতে ১৪, ২৩৪ রান। তিনে থাকা কোহলির সংগ্রহে ১৪, ১৮০ রান। লিস্টে চারে আছেন রিকি পন্টিং, এরপর যথাক্রমে সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল হক, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙুলি ও রোহিত শর্মা। এখন ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড় সেরা দশে আছে মোটে দুজন। রোহিতের সংগ্রহে আছে ১০, ৯৮৭ রান। কোহলি তার চেয়ে প্রায় চার হাজার রান এগিয়ে। সাঙ্গাকারার চেয়ে শতরান পেছনে এবং কোহলির চেয়ে ৪ হাজারের ওপর বেশি রান এগিয়ে আছে শচীন।

কোহলিকে ভাবা হচ্ছে, তিনি ভেঙে দেবেন শচীনের শতকের শতকের রেকর্ড। সেটি হলে হয়ত ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকও হয়ে যেতে পারেন কোহলি। অপেক্ষা সময়ের কাছে। কোহলির যে ফর্ম তাতে সাঙ্গাকে টপকে শচীনকেও ছুঁয়ে ফেলতে পারেন দ্রুতই।


 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com