ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

এবার যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ট্রাম্পের

বিশ্ব | অনলাইন ডেস্ক

(৩ দিন আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ১১:৩২ পূর্বাহ্ন

banglahour

এবার যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।

সংবাদ সংস্থা এএফপির উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শিক্ষা বিভাগের চূড়ান্ত লক্ষ্যের অংশ হিসেবে, বিভাগ আজ (মঙ্গলবার) কর্মী ছাঁটাই শুরু করেছে। এটি প্রায় ৫০ শতাংশ কর্মীর ওপর প্রভাব ফেলবে।’

এএফপি দেশটির শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনের উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনি কাজ শুরু করার মাত্র পাঁচ দিন পরেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তটি গত মাসে ট্রাম্পের ‘চাকরি থেকে বরখাস্ত করার’ আদেশ পূরণ করার একটি পদক্ষেপ।  

তিনি বলেন, ‘আমার প্রতি তার নির্দেশ স্পষ্টতই শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়া, যা আমরা জানি যে এটি সম্পন্ন করার জন্য আমাদের কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। কিন্তু আজ আমরা যা করেছি তা হল আমলাতান্ত্রিক চাপ দূর করার প্রথম পদক্ষেপ। ’

শিক্ষা বিভাগ জানিয়েছে, ছাঁটাই করা কর্মীদের আগামী ২১ মার্চ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে এবং ৯ জুন পর্যন্ত তারা পূর্ণ বেতন পাবেন।

প্রসঙ্গত, ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করেন তখন শিক্ষা বিভাগে প্রায় ৪১০০ কর্মী ছিলেন। বিলিয়নেয়ার ব্যবসায়ী ইলন মাস্কের তত্ত্বাবধানে পরিচালিত সরকারি কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে প্রায় ৬০০ জন পদত্যাগ করতে বা অবসর নিতে বাধ্য হয়েছে।  আগামী ২১ মার্চ আরও ১৩০০ জনকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে, যদিও তাদের জুন পর্যন্ত বেতন অব্যাহত থকবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com