
বিগত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ঢালিউডের অধিকাংশ নির্মাতা ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দিয়ে থাকেন। কেননা, ঈদ এলেই প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ঘটে। তাই ব্যবসায়িক সাফল্যের আশায় পরিচালক-প্রযোজকরাও মুখিয়ে থাকেন ঈদে সিনেমা মুক্তি দিতে।
যার ফলে দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছর জুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর দুই ঈদে চাঙ্গা হয়ে ওঠে!
আসন্ন ঈদুল ফিতরের সিনেমাগুলো নিয়ে বরাবরের ন্যায় একইভাবে মাতামাতি হচ্ছে। ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো- তারমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। এছাড়াও ঈদুল ফিতরের মুক্তির অপেক্ষায় জংলি, দাগি এবং জ্বীন ৩-এর মতো সিনেমা।
সংশ্লিষ্টদের অভিমত, এই চারটি সিনেমা এখনো পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে! শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রডাকশন চলছে।
ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি। এটির নাম ‘বরবাদ’, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম ছবি।