ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রহস্য রেখে অবসর কবে নেবেন জানালেন রোহিত

খেলা | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ২:৪১ অপরাহ্ন

banglahour

গুঞ্জন থামাতে রোহিত শর্মা অকপটে বলে দিয়েছেন, ‘আমি এই ফরম্যাট ছাড়ছি না।’ কিন্তু আলোচনা তো থেমে নেই। রোহিত যেহেতু ওয়ানডে ছাড়ছেন না, তাহলে কি ২০২৭ বিশ্বকাপ খেলবেন—এমন প্রশ্নই উঠছে। রোহিত ঢালাওভাবে উত্তর দেননি। রহস্য রেখেছেন। তবে ইঙ্গিত দিয়ে রেখেছেন, খেলবেন বিশ্বকাপে।

সেই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছেন ভারতের অধিনায়ক। চল্লিশের দিকে হাঁটতে থাকা রোহিত ট্রেনিংও করছেন। ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে, জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে পরামর্শ করে ফিটনেস, ব্যাটিং এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন রোহিত।

২০২৭ বিশ্বকাপের আগে আনুমানিক ২৭টি এক দিনের ম্যাচ খেলবে ভারত। রোহিত এই ম্যাচগুলি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই খেলবেন। এ ব্যাপারে নায়ারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিক কালে কেএল রাহুল, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারেরা নায়ারের সঙ্গে কাজ করে সাফল্য পেয়েছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের জানিয়েছে, টেস্ট ফরম্যাটে রোহির অবসর নেবে কি না, তা বলা যাবে আইপিএলের পর। ভারত এপ্রিলে করবে ইংল্যান্ড সফর। ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই প্রসঙ্গে নিশ্চিত করে বলেন, ‘আগে আইপিএল শেষ হোক। ভবিষ্যৎ নিয়ে অতদূর কেবল একজন জ্যোতিষীই ভাবতে পারে।’

নিজের ভবিষৎ নিয়ে রোহিত অবশ্য রহস্য রেখেছেন, ‘কবে ছাড়ব—এটা এখন বলা কঠিন। কিন্তু সব ধরণের সম্ভাবনা ভেবে রেখেছি। দেখি কতটা ভালো খেলে যেতে পারি। এই মুহুর্তে আমি ভালো খেলছি, অনেক ভালো। দলের জন্য যা করছি তা নিয়েও খুশি। দলও খুশি। ২০২৭ সাল সম্পর্কে সত্যিই বলতে পারব না। এটা অনেক দূরের। আমি সব সম্ভাবনা ভেবে রাখছি।’

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com