
ফাইল ফটো।
যুক্তরাষ্ট্র অনুর্ধ্ব ১৯ নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিলো বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী দল। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই সুপার টুয়েলভে পা রাখলো বাংলাদেশ।
রাবেয়া খাতুন ও মিষ্টি সাহার ব্যাটে জয় নিশ্চিত করে দিশা বিশ্বাসের দল। যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে জায়গা করে নিলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: যুক্তরাষ্ট্র নারী অনূর্ধ্ব-১৯ দল- ১০৩/৪ (২০ ওভার) (স্নিগ্ধা ২৬, ধিংগ্রা ২০, ইশানি ১৭; দিশা ২/১৩)
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল- ১০৪/৫ (১৭.৩ ওভার) (স্বর্ণা ২২, রাবেয়া ১৮*, দিলারা ১৭; অদ্বিতিবা ২/১৫)