ঢাকা: বিশ্ব ইজতেমা-২০২৩ (দ্বিতীয় পর্ব) উপলক্ষে কোন ধরণের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব ফোর্সেস কর্তৃক পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব ফোর্সেস সদর দপ্তর, র্যাব-১ সহ ঢাকাস্থ অন্যান্য ০৫টি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, র্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সাদা পোষাকে টহল ও চেকপোস্ট এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশ্ব ইজতেমা-২০২৩ এ নিরাপত্তার পাশাপাশি মানবিক দিকসমূহ বিবেচনা করে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় র্যাব কর্তৃক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। উক্ত চিকিৎসা কেন্দ্রে ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রকার ঔষধ সরবরাহ করা হবে।
মুসল্লীদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবাসহ গুরুতর রোগীদের চিকিৎসার জন্য পোর্টেবল অক্সিজেন, নেবুলাইজেশন ও অন্যান্য চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। জরুরী পরিস্থিতিতে সার্বক্ষণিক র্যাবের এ্যাম্বুলেন্স সার্ভিস ইজতেমা এলাকায় চিকিৎসা কেন্দ্রে প্রস্তুত রয়েছে। এছাড়াও ইজতেমায় আগত মুসল্লীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে। ইজতেমায় আগত মুসল্লীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য ইজতেমায় স্থাপিত মেডিক্যাল সেন্টারের মোবাইল নম্বরে (০১৭৭৭৭২০০৪৫) যোগাযোগ করা জন্য অনুরোধ করা হলো।