ফাইল ফটো।
ঢাকা: নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে। সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না।
শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
উল্লেখ্য, সম্প্রতি পাঠ্যপুস্তকে ধর্মবিদ্বেশ ও ইতিহাস বিকৃতি ঘটেছে বলে বিভিন্ন মহল থেকে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।