ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা চান প্রধান বিচারপতি

সচিবালয় | অনলাইন ডেস্ক

(২ মাস আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৩৪ অপরাহ্ন

banglahour

শিগগিরই সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার সুপ্রিমকোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা অবকাঠামো পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশার কথা জানান প্রধান বিচারপতি। কবে নাগাদ প্রত্যাশা করেন- এমন প্রশ্নে তিনি বলেন, সেটা তো বলা যায় না। শিগগিরই চাই।

সুপ্রিমকোর্টে সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, সচিবালয় সম্পর্কে অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম দিয়েছিলাম, ধারণাপত্র দিয়েছিলাম, সেগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে বাস্তবায়নের জন্য কোনো সাংবিধানিক ও আইনি প্রতিবন্ধকতা আছে কি না। যদি থাকে, সেটা দূর করা হবে।

সুপ্রিমকোর্টের মূল ভবন ও এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব দুটি টয়লেট চালু হয়েছে। সুপ্রিমকোর্টের অনুমোদনে ব্র্যাক প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

প্রধান বিচারপতি নবনির্মিত এ স্থাপনাগুলো পরিদর্শন করেন। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সুপ্রিমকোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, এটি জনগণের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

এ সময় পাইলট প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য তিনি ব্র্যাকের সদস্যদের ধন্যবাদ জানান।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com