
চিত্রনায়িকা একা
এবার বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা একা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল একা বলেন, ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।
তিনি জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।
সর্বশেষ ২০১২ সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। দীর্ঘদিন পর্দার বাই থাকা প্রসঙ্গে একা বলেন, আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনও আছি।
তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় একার। এরপর বেশ কিছু সিনেমা ও নাটকে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর নায়িকা হিসেবেও কাজ করেছেন তিনি।