ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

অভিনয় ছেড়ে ভ্লগিং নয়, শুধু বিরতি—বললেন অনামিকা চক্রবর্তী

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ মাস আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

টেলিভিশনের হিট ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’-এর হিয়া চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেওয়া অভিনেত্রী অনামিকা চক্রবর্তী বর্তমানে অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত ভ্লগিংয়ে। দীর্ঘ পাঁচ বছর ছোটপর্দা থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি নজরকাড়া।

২০২০ সালে শেষ হয় অনামিকার শেষ জনপ্রিয় ধারাবাহিক। এরপর একটি নতুন ধারাবাহিকে কাজ করলেও তেমন সাড়া মেলেনি। ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। তবে তিনি জানিয়েছেন, এটি একেবারেই পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ভ্লগিং থেকে ভালো আয় হচ্ছে বলেই তিনি এটা করছেন এবং বেশ উপভোগ করছেনও। “ভালোবাসা যেমন পাচ্ছি, রোজগারও হচ্ছে—তাহলে বাদ দেব কেন?”—বলেছেন অভিনেত্রী।

তবে অনামিকা এখনও অভিনয় ছাড়েননি। তিনি জানান, “হাতে এখন কোনো কাজ নেই। মাঝখানে কয়েকটা ছোট চরিত্রের প্রস্তাব এসেছিল, তবে নতুন কিছু করছি না।” ওজন নিয়ে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কাজ না পাওয়া নিয়েও হতাশা ঝরে পড়ে তার কণ্ঠে— “ওজন দেখে যদি কেউ কাজ না দেয়, আমার কিছু যায় আসে না।”

স্বামী উদয়প্রতাপ সিংয়ের সঙ্গে বর্তমানে সংসারজীবনে সুখেই আছেন অনামিকা। কাজের অফার এলে আবারও অভিনয়ে ফিরতে তিনি আগ্রহী— এমনটাও জানিয়েছেন সাক্ষাৎকারে।

ভক্তদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা স্পষ্ট—ভ্লগার হয়েছি ঠিকই, কিন্তু অভিনেত্রী হিসেবে মন থেকে বিদায় নেইনি। সময় ও সুযোগ মতো আবার ফিরব ক্যামেরার সামনে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com