ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ফ্রান্সে জমকালো অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান পালিত

প্রবাস |

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২২, সোমবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

মুনমুন আক্তার, ফ্রান্স: গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অভারভিলিয়ে (৭ই অক্টোবর ২২ তারিখ) বিডি কমিউনিটি হলে এ আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম মাসুদ রানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা থেকে পাঠ এবং  মহান মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 
সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপ ও মডেল তানিয়া সুলতানার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তসলিম হেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যতম সদস্য শেখ জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ মহিউদ্দিন, উপদেষ্ঠা সিরাজুল ইসলাম মিয়া, কামরুল ইসলাম কাবুল, ওয়াশিকুর রহমান, সিনিয়র সহসভাপতি রিপন মজুমদার, বিজয় বাইন, শেখ আল মামুন , তানভীর রহমান, শেখ টমাস, শেখ মাসুদ, তৌহিদুর রহমান, লিপন মোল্লা সহ আরো অনেকে। 
বক্তারা কমিউনিটি উন্নয়নে এই সংগঠনের কার্য্যপরিধী তুলে ধরে বলেন, আঞ্চলিকতার উর্ধ্বে উঠে দেশ ও সমাজ সেবায় সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
এসময় সংগঠনের ১০১ জন সদস্যকে সকলের সামনে পরিচয় করিয়ে ফুল দিয়ে বরণ করা হয়। 
দ্বিতীয় পর্বে প্যারিসের স্বনামধন্য শিল্পিদের আংশগ্রহনে মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিরা। 
সবশেষে অতিথিদের রাতের খাবার পরিবেশন করা হয়।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com