
মাঝপথেই বিপিএল ছাড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা
মাঝপথেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার ছাড়পত্র দেয়া হলেও ২ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার পিসিবি তাদের ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে।
এমনটাই জানিয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম সামা নিউজ।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখেই খেলোয়ারদেরকে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।
চলমান বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যাই বেশি। ফলে পাকিস্তানি ক্রিকেটাররাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
পিসিবির এই নির্দেশনার কারণে মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, মোহাম্মদ আমিরের মতো তারকা পাকিস্তানি ক্রিকেটারদের পাচ্ছে না অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।