
ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেমের ইহুদি সিনাগগে (উপাসনালয়) শুক্রবার দিবাগত রাতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৮ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার এ ঘটনা ঘটেছে।
আল জাজিরার জেমস বেইস ঘটনাস্থল থেকে বলেন, আমরা যতটুকু বুঝতে পারছি তা হলো যে সিনাগগের সামনে একটি গাড়ি আনা হয়। তারপর এক বন্দুকধারী বের হয়ে এসে গুলি চালায়।
উল্লেখ্য, ফিলিস্তিনে গত বৃহস্পতিবার ছিল এক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনা অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হয়।