ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ইরানের সামরিক কারখানায় ইসরাইলের ড্রোন হামলা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ৯:১৬ পূর্বাহ্ন

banglahour

ইরানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদ ইসরাইল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দেশটির ইসফাহান শহরের একটি প্রতিরক্ষা কারখানায় এ হামলার ঘটনা ঘটে। তবে ইরান জানায়, মধ্যঞ্চলীয় নগরী ইসফাহানের কাছে একটি সামরিক স্থাপনাকে টার্গেট করে পরিচালিত ড্রোন হামলার চেষ্টা তারা ভণ্ডুল করে দিয়েছে।  এতে কেউ হতাহত হয়নি। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানায়নি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ড্রোন হামলার পেছনে দৃশ্যত ইসরাইল ছিল বলে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করেছেন। পরিচয় প্রকাশ না করে মার্কিন কর্মকর্তা এবং হামলার সাথে পরিচিত লোকজনের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই ড্রোন হামলার নেপথ্যে ছিল ইসরাইল। তবে ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিলে ইরান তার ভূগর্ভস্থ নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য ইসরাইলকে দোষারোপ করেছিল দেশটি। ওই হামলায় ইরানি এ পারমাণবিক স্থাপনার সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২০ সালে ইরানে হওয়া অত্যাধুনিক এক হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছিল তেহরান। ওই হামলার মাধ্যমে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com