ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

জাতীয় | নিউজ ডেস্ক

(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২২, বুধবার, ১১:৩৮ পূর্বাহ্ন

banglahour

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১১ অক্টোবর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

এসময় জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৮৯টি ভোট দেয়। এতে ১৬০টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

মানবাধিকার পরিষদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শূন্য হওয়া ৪টি আসনের বিপরীতে এবার বাংলাদেশসহ ৭টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। তবে বাহরাইনের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় থাকে ৬ দেশ। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো- মালদ্বীপ, ভিয়েতনাম, কিরগিজস্তান, আফগানিস্তান ও দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ ছাড়া এ অঞ্চল থেকে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হয় মালদ্বীপ (১৫৪), ভিয়েতনাম (১৪৫) ও কিরগিজস্তান (১২৬)।

এসময় বিভিন্ন অঞ্চল থেকে আরও ১০টি দেশ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। সে দেশগুলো হলো- আলজেরিয়া, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা ও সুদান। নির্বাচিত এসব দেশ ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এর আগে ২০০৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে জাতিসংঘের ৪৭ সদস্যের এই সংস্থায় বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছিল।

এসময় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

জাতীয় থেকে আরও পড়ুন

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি

সর্বশেষ

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি
banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com