ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিশেষভাবে লুকায়িত অবস্থায় নারী মাদক পাচারকারী আটক

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন

banglahour

কক্সবাজার: বিজিবি'র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ১৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ ০৩ ফেব্রুয়ারি শুক্রবার বিজিবি'র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজিযোগে ইয়াবা পাচার হবে। 

অধিনায়ক মরিচ্যা চেকপোষ্টে তল্লাশী কার্যক্রম জোরদার করেন। পরবর্তীতে নীলা হতে কক্সবাজারগামী সিএনজিটি মরিচ্যা যৌথ চেকপোষ্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীকালে যাত্রী জাহেদা খানম (৩২), স্বামী-নুরুল আবসার, গ্রাম-সেন্টমার্টিন (বজারপাড়া), ডাকঘর- সেন্টমার্টিন, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। 

পরবর্তীতে মহিলা সৈনিকদ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হলে তার শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।  জব্দকৃত ইয়াবার সিজারমূল্য- ৫৪,০০,০০০/-(চুয়ান্ন লক্ষ) টাকা।

উল্লেখ্য, আটককৃত মাদক পাচারকারীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com