
সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কুরআনের কপি পোড়ানো রাসমুস পালুদান একজন উগ্রবাদী, যৌনাসক্ত ও বেপরোয়া। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সুইডিশ-ডেনিশ চরমপন্থী এই রাজনীতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকোর্ডে অল্প বয়সিদের সঙ্গে বিভিন্ন অসংলগ্ন আলোচনা করেন।
টিআরটি আরো জানায়, ২০২০ সালে পালুদানের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার তিনি ডিসকোর্ড ব্যবহার করা শুরু করেন। তার বিরুদ্ধে বর্ণবাদ, মানহানি, ট্রাফিক আইন না মানা- এ রকম অন্তত ১৪টি অভিযোগ রয়েছে। এছাড়াও উগ্রবাদী পালুদান তার এই প্ল্যাটফর্মে অল্প বয়সি বালকদেরসেক্সুয়াল গ্রাফিক দেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন এই বিতর্কিত ব্যক্তি। যে কাজে অনুমতি দেয় সুইডিশ পুলিশ ও দেশটির কর্তৃপক্ষ। এর পরের সপ্তাহে ডেনমার্কে একটি মসজিদের সামনে কুরআনের আরেকটি কপিতে আগুন ধরিয়ে দেন এই উগ্রবাদী ব্যক্তি পালুদান।