
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে। দুই দেশে এ পর্যন্ত ৪ হাজার ৮০০ জনের বেশি প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।