ঢাকা, ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(২ দিন আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৮:২১ অপরাহ্ন

banglahour

মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভার আয়োজন করে পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপি। মাদকবিরোধী এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী।

প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, মাদকে সয়লাব হয়ে গেছে গোটা এলাকা। বিভিন্ন এলাকা থেকে পুলিশকে মাদকের তথ্য দেয়ার পরও পুলিশ কোন ভূমিকা রাখছেনা। ফলে বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারী চক্র। মাদকের কারণে বেড়েছে চুরি-ডাকাতি ও ছিনতাই। অহরহ দিনে দুপুরে বাড়ীঘর-দোকানপাটে চুরি হচ্ছে। মাদকে সমাজ নষ্টের পাশাপাশি পরিবারও ধ্বংস হচ্ছে। তাই যারা মাদক বেচাকেনা ও সেবনে জড়িত তাদের পরিবারকে বয়কট করতে হবে। মাদক নির্মুলে ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম বলেন, এক একজন মাদক ব্যবসায়ী তাদের বাড়ীতে বিল্ডিং গড়ে তুলছে। গাড়ী-বাড়ী নিয়ে আলিশান চলাফেরা করছে। এ দেখেও অনেক লোভী মানুষও মাদক ব্যবসায় জড়াচ্ছে। তাই দিনকে দিন মাদকের কারবার বাড়ছে।

মাদকবিরোধী এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী ও রফিকুল ইসলাম। 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com