ঢাকা, ১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৪ দিন আগে) ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৮:৫২ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে রবিবার বিকালে ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে বিশাল বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তরুণদের দুর্বার উচ্ছ্বাস, নেতৃবৃন্দের উদ্দীপ্ত আহ্বান ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের প্রত্যয়ে মুখর ছিল পুরো কর্মসূচি এলাকা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।এর পরপরই জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সময় নেতাকর্মীরা ন্যায়-গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করার শপথ গ্রহণ করেন।শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ শত শত তরুণের উপস্থিতিতে হাদিস পার্ক যেন পুনরায় আন্দোলনের প্রতীকী চত্বরে রূপ নেয়।

খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।তিনি বলেন,“যুবদল দেশের তারুণ্যের সাহস,স্বপ্ন ও প্রতিরোধের প্রতীক।গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে যুবদলই হবে সামনের সারির নেতৃত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন,“যুবদল অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক।এই রাষ্ট্র আজ জনবিচ্ছিন্ন শাসকদের দখলে। জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”

অন্য বক্তারা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা,বহুমতবাদ ও জনগণের অধিকার রক্ষার যে ভিত্তি তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতেই যুবদল জন্মলগ্ন থেকেই সংগ্রামের মূর্ত প্রতীক।গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃবৃন্দ সৈয়দা নার্গিস আলী,চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,আসাদুজ্জামান আসাদ,মিরাজুর রহমান,এ্যাড. হালিমা খাতুন, আখতারুজ্জামান সজিব,কাজী আঃ জলিল,যুবদল নেতা মোঃ সোহেল মোল্লা, মিজানুর রহমান মিজান, মোঃ কামাল হোসেন,রকিবুল ইসলাম রকিব,আমিন হোসেন মিঠু,খায়রুজ্জামান শামিম,গোলাম জুলকার নাইন,নাসিম আহমেদ ইমন,এড. বজলুর রহমান রাজ, তামজিদ আহমেদ মিশু,জাহিদুল ইসলামসহ মহানগর,থানা ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি জিয়া হল চত্বরে এসে শেষ হয়।পথে পথে জনতা হাত নেড়ে, স্লোগানে সাড়া দিয়ে র‍্যালিকে স্বাগত জানায়। র‍্যালিতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো যুবদল নেতাকর্মী উপস্থিত হয়ে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

বক্তারা বলেন, তরুণদের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের ভোটের অধিকার ফেরানোর সংগ্রামই যুবদলের মূল লক্ষ্য। গণতন্ত্র ও জনগণের ক্ষমতা পুনরুদ্ধারের সেই পথে আজকের এই ঐক্যই হবে আগামী পরিবর্তনের চালিকাশক্তি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com