ঢাকা, ১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজনীতি | পঞ্চগড় প্রতিনিধি

(৪ দিন আগে) ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৮:৫৯ পূর্বাহ্ন

banglahour

পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে  একটি বর্নাঢ্য র‍্যালি জেলা বিএনপির কার্যালয়ের সমানে থেকে  শুরু হয়ে করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দুপুর থেকে জেলা যুবদলের আয়োজন সফল করতে শহরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন  থেকে যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে হাতে রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীকসহ মিছিল নিয়ে সমবেত হতে থাকলে জেলা বিএনপি অফিস ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে।

তারা আরো বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মও বুঝে গেছে, তারেক রহমানই আগামী দিনের আশা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু  সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,পৌর বিএনপি'র সদস্য ও জজ কোর্টের পিপি এম এ বারি,জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ,সদর উপজেলার আহ্বায়ক মনিরুজামান বিদ্যুৎ,সদ্স্য সচিব বশিরুল ইসলাম বশির,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়নুল ইসলাম,সদস্য সচিব নুর ইসলাম দিপু।তেতুলিয়া উপজেলার সদস্য সচিব জাকির হোসেনপ্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com