৭ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।
বিক্ষোভ মিছিল শেষে শহরের শেরেবাংলা পার্কে সংক্ষিপ্ত সমাবেশে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। তার মাশুল দিতে হচ্ছে দেশের মানুষকে। চট্টগ্রামে নদীর নিচে টানেলের জন্য প্রতি দিন আমাদের লক্ষাধিক টাকা লস বহন করতে হচ্ছে। ৩ বছরের মাথায় মেট্রোরেলের দেওয়ালে ফাটল ধরেছে। বিয়ারিং প্যাড খুলে পরে নিহত হয় পথচারী। গুলি আর আগুনের সাথে টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মেরেছে শেখ হাসিনা।
রাশেদ প্রধান বলেন, যারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় না, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করে জুলাই সনদকে গৌণ করতে চায়, কথায় কথায় মুজিববাদী ৭২ এর সংবিধানের দোহাই দেয়, তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের মত নতুন স্বৈরতন্ত্র সৃষ্টি করতে চায়। শেখ হাসিনা আর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কোন দিন ভাবে নাই তাদের এভাবে পলাতে হবে। মিথ্যে অহংকারে তারা নিমজ্জিত ছিলো। তিনি বলেন,ক্ষমতায় যাওয়ার আগেই যারা নিজেদের ক্ষমতাসীন মনে করে, এখনই প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চায়, মিষ্টি কথার আড়ালে যারা অহংকারে ডুবে আছে, তাদেরও একদিন জুলাই গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
জাগপা মুখপাত্র বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। হিন্দুস্তানের দালাল জি এম কাদেরের কথায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। ৫ আগস্টের পর হাসিনামুক্ত বাংলাদেশ হিন্দুস্তানের কথায় চলে না। দেশের মালিক জনগণ, সিদ্ধান্ত নিবে দেশের জনগণ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার , সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
