
মানি এক্সচেঞ্জের আড়ালে অর্থপাচার, হুন্ডি ব্যবসা, প্রবাসীদের টাকা আত্মসাৎ এসব যেন তার নিত্যকর্ম। ওমানে বসে এসব করেন ইফতেখারুল হাসান। সেখানে স্থাপিত বাংলাদেশ স্কুল থেকেও হাতিয়েছেন লাখ লাখ টাকা।
ইফতেখারুল হাসান। আছেন ওমানে। সেখানে বাংলাদেশের একটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানি এক্সচেঞ্জে যোগ দিয়েই শুরু করেন অপকর্ম। ব্যাংকের সাথে প্রতারণা করে শুরু করেন হুন্ডি ব্যবসা। তার অপকর্মের কারণে ব্যাংকটি তাকে চাকরিচ্যুত করে। তারপরও থেমে নেই ইফতেখার।

ওমানে বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান থাকাকালে অনৈতিক ভাবে শিক্ষক নিয়োগ,স্কুল ভবন নির্মাণে অনিয়মসহ নানাভাবে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। নিজস্ব পছন্দের কর্মকর্তা, কর্মচারী, কম শিক্ষিত শিক্ষকদের বেতন বৃ্দ্ধি করে স্কুলের আর্থিক ও একাডেমিক ক্ষতি করার অভিযোগও আছে।
করোনা মহামারিকে পুঁজি করে তিনি অবৈধভাবে পাসপোর্ট নবায়নের কাজ নেয় বাংলাদেশ দূতাবাস থেকে। এই সুযোগে অতিরিক্ত চার রিয়াল সমপরিমান বাংলাদেশি বারোশো টাকা অতিরিক্ত আদায় করে নিজে আত্মসাৎ করে।
ইফতেখারের দুর্নীতির রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের।