বরিশালের হিজলা উপজেলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় উপজেলার খুন্না বাজার থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের একটি বিশাল রেলী নিয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু,সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব আমির হোসেন বাঘা,
সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডাকবাংলোয় জড়ো হয়।
মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
