বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
জামালপুর শহরের স্টেশন বাজারস্থ জগবন্ধু স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীতে বিভিন্ন জামালপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের যু্গ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা শ্রমিকদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক জামালপুর জেলা যুবদলের সদস্য মোঃ সাইফল ইসলাম, মো. জাকির হোসেন জনি, ইমরান কায়সার, মো. নূর ইসলাম (কালা), মেহেদী হাসান ইলি, মাসুম মোল্লা, মো. শামীম খান, আমিনুল ইসলাম শাওন, মো. হীরা, সাদ্দাদ হোসেন সাইদুর, জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
সমাবেশ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন যুবদলের নেতা-কর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
