ঢাকা, ১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার রুদ্রনগর গ্রাম থেকে ৫ কেজি ৯১২ গ্রাম ওজনের অবৈধ রূপা জব্দ করেছে বিজিবি

অপরাধ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ দিন আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৮ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রাম থেকে ৫ কেজি ৯১২ গ্রাম ওজনের অবৈধ রূপা জব্দ করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় রূপা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এদিন রাত পৌঁনে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, দর্শনা সীমান্ত এলাকা ব্যবহার করে চোরাকারবারী চক্র রূপা পাচার করবে। এই সংবাদের ভিত্তিতে, বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার নম্বর ৭৭/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪ কিলোমিটার দূরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। টহলদল বিকাল সাড় ৫টায় সীমান্তের দিক থেকে দ্রুত গতিতে আসা ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলযোগে যেতে দেখতে পেয়ে তাদের থামার জন্য সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এরপর
​মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে তল্লাশি করে তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় রূপার বলগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকরা রূপা এবং মোটরসাইকেলের তালিকা মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮।
​এই চোরাচালানের ঘটনায় দর্শনা বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকরা মোটরসাইকেলটি দর্শনা থানায় এবং ভারতীয় অবৈধ রূপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com