বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “এক সময়ের কর্মচঞ্চল শিল্পাঞ্চল খুলনা-৩ আসন এখন দেশের অন্যতম অবহেলিত ও দরিদ্র এলাকায় পরিণত হয়েছে। অর্থনৈতিক স্থবিরতা ও মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এখানে একটি মাদক সিন্ডিকেট বিস্তার লাভ করেছে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে খালিশপুরের বিআইডিসি রোডে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বকুল বলেন, “আমাদের ব্যবসায়ীরা কষ্ট করে টিকে আছেন, যেন শুধু বাতিটা জ্বালিয়ে রেখেছেন। একের পর এক মিল-কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় মানুষের হাতে অর্থ নেই, দোকান সাজানো থাকলেও বিক্রি নেই। খালিশপুরের মানুষ এখন দরিদ্রতার নিচের স্তরে নেমে গেছে।”
তিনি আরও বলেন, “মানুষের এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই কোনো দলের নয়—এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার লড়াই।”
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, “যে দলেরই হোক, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। খালিশপুরকে মাদক ও চোরমুক্ত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।”
ভোট প্রসঙ্গে বকুল বলেন, “অনেকে ভাবছেন আমি ভোট চাইতে এসেছি—না, আমি এখনো প্রার্থীই হইনি। আমি এসেছি আপনাদের দুঃখ-দুর্দশা জানার জন্য, পাশে দাঁড়ানোর জন্য।”
তিনি আরও বলেন, “বিএনপির আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য থাকবে না। বন্ধ কলকারখানা পুনরায় চালু করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল গফুর বিশ্বাস এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী জাকির হোসেন।
এসময় বক্তব্য রাখেন মোঃ খলিলুর রহমান, মুফতি আঃ আজিম খায়ের, টি. এম. আলম চৌধুরী ও মোঃ নুরুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জাহাঙ্গীর শেখ, আতাউর রহমান পপলু, এস. এম. মঞ্জুরুল হাসান মিল্টনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ।
বিআইডিসি রোডের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ সুধী সমাবেশে স্থানীয় জনগণের বিপুল উপস্থিতি প্রমাণ করে—খালিশপুরবাসী এখন পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
