বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সমাবেশে বক্তারা বলেন,
“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সাধারণ মানুষ বিএনপিকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবে—এটাই আমাদের বিশ্বাস।”
বক্তারা আরও বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে, ভবিষ্যতেও গণমানুষের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
