ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে পারা সৌভাগ্যে- রাষ্ট্রপতি

মতামত | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

মঙ্গলবার মিঠামইনের বাড়িতে প্রথমবারের মত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন এবং আতিথিয়েতা গ্রহণ পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত আনন্দের বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে বহুবার আতিথেয়তা গ্রহণের সুযোগ হলেও প্রথমবারের মত নিজ বাড়িতে তাকে আপ্যায়নের সুযোগ হচ্ছে বলে জানান রাষ্ট্রপতি। 

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারী) কিশোরগঞ্জের মিঠামইনে নিজ বাসায় পৌঁছে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন এবং জনসভায় অংশ নিতে মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেবেন সরকার প্রধান। তাকে আতিথিয়েতা দিতে সোমবার বিকেলে মিঠামইন পৌছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 

এসময় সাংবাদিকদের সাথে কথা বলেন রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে পারাকে সৌভাগ্যের বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যা এরআগে মিঠামইন আসলেও শেখ হাসিনা এবারই প্রথম নিজ বাড়িতে অতিথি হয়ে আসায় পরিবারের সবাই খুশি বলে জানান রাষ্ট্র প্রধান। রাষ্ট্রপতির ছেলে ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ জানান, হাওরের ২০ পদের টাটকা মাছ ও পনীর থাকবে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com