
ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করলেন জেরুজালেমের সেফার্ডিক ইহুদিদের প্রধান ধর্মগুরু রাব্বি শ্লোমো আমর। বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রতি যে ছোট বড় ভূমিকম্প হচ্ছে তার আসল কারণ, সমকামীদের স্বাধীনতা দেয়া।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। সম্প্রতি সাপ্তাহিক ভাষণে অনুসারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন।
ইহুদি ধর্মগুরু বলেন, ‘তুরস্ক এবং সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের পর ইসরায়েলে যে কম্পন হয়েছে তার জন্য দায়ী সমকামীরা।’ ইসরায়েলে বেশ কিছুদিন ধরেই সমকামীদের বিয়ে বেড়েছে।