ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

পঞ্চগড়ে কাদিয়ানীদের বার্ষিক জলসা নিয়ে স্থানীয় জনতা-পুলিশ সংঘর্ষ, নিহত ২

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন

banglahour

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের(কাদিয়ানী) সালানা জলসা বন্ধের দাবিতে শুক্রবার (৩ মার্চ) সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ ও আহমদিয়াদের বাড়িঘর ও দোকানে ভাংচুর করে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। 
এ সময় পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন ২ নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ২জন হলে আরিফুর রহমান (২৮) ও জাহিদ হাসান (২২)। আরিফুর পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকার ফরমান আলীর ছেলে। জাহিদের বাড়ি নাটোরের বনপাড়ায়।

জানা যায়, জেলার আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায় তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসার আয়োজন করে। জলসা বন্ধ ও আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের ডাকে বিভিন্ন ইসলামী সংগঠনের কর্মী ও সমর্থকরা জুমার নামাজের পর খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা একত্র হয়ে মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।  পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com