
দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৭ নিহত হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এছাড়া আহত হয়েছে একাধিক ব্যক্তি।
স্থানীয় সময় বৃহ্স্পতিবার (০৯ মার্চ) রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এ হামলা তা এ এখনো জানাতে পারেনি পুলিশ।
এদিকে হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ।