
‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র নতুন এই জঙ্গি সংগঠনের এক প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ জনকে বান্দরবানের পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, রোববার রাতে বান্দরবানের টঙ্কাবতী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বাড়ি থেকে বেরিয়ে কয়েকজন তরুণ নিরুদ্দেশ হয়ে যায়। তাদের খোঁজ করতে গিয়ে নতুন এই জঙ্গি সংগঠনটির খোঁজ পায় র্যাব। এরপর থেকে পাহাড়ে র্যাবের ধারাবাহিক অভিযান চলছে। তাকে গ্রেফতার হয় এই ৯জন।