ঢাকা, ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে শিশুদের সুরক্ষা ও কল্যাণে কাজ করে- প্রধানমন্ত্রী

জাতীয় |

(১ সপ্তাহ আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৬:৫০ অপরাহ্ন

banglahour

ঢাকা: পড়ালেখার ও খেলাধূলার পাশাপাশি শিশুদের মানবিক গুণাবলি এবং ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে বড় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 ‍শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

এরআগে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের পক্ষেও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। 

এছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের পক্ষেও জানানো হয় শ্রদ্ধা। শ্রদ্ধা জানানো শেষে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। 

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে শিশুদের সুরক্ষা ও কল্যাণে কাজ করেছে। আজকের শিশুদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।

পড়ালেখার ও খেলাধূলার পাশাপাশি শিশুদের মানবিক গুণাবলি এবং ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে বড় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মনিরুল ইসলাম রিপন
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com