
ঢাকা: সিল মেরে ব্যালট বাক্স ভরা ও বিরোধী দলীয় পোলিং এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়মের কারণে পর্যবেক্ষগণ মত দিয়েছেন, ২০১৮ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।
২০২২ সালের বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্রাকটিসেস’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২০ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদনে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের মূল্যায়ন তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকারের বেশিরভাগ ক্ষমতাই ন্যস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ২০১৮ সালের ডিসেম্বরের সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য বিজয়ী হন, যার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থেকে যান।
যুক্তরাষ্ট্র বিগত প্রায় পাঁচ দশক ধরে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে। জাতিসংঘের মানবাধিকার চুক্তিগুলোর আলোকে প্রণীত বিশ্ব মানবাধিকার পরিস্থিতি বিষয়ক এই বার্ষিক প্রতিবেদনে পৃথিবীর ১৯৮টি দেশ ও অঞ্চলের স্থানীয় মানবাধিকার ও শ্রমিকদের অধিকারের চিত্র তুলে ধরা হয়েছে।