ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

অন্যের বিরুদ্ধে অভিযোগ দেয়ার আগে ঘরের খবর নেন- আমেরিকাকে কাদের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:৪৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন সম্পর্কে বলেন, পৃথিবীর কোন দেশে ত্রুটিমুক্ত গণতন্ত্র আছে। যারা বাংলাদেশ সম্পর্কে অভিযোগ করেছেন, তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেয়ার আগে ঘরের খবর নেন।
মন্ত্রী বলেন, আজও মার্কিন যুক্ত্রাষ্ট্রের ডোনাল ট্রাম্প তার পরাজয় মেনে নেননি। বিচারবহির্ভূত হত্যার কথা বলেন, আপনাদের দেশেও গান এ্যাটাক  হয়। অন্যের সমালোচনা করার আগে নিজেদের চেহারা দেখুন।

বিএনপি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির পদযাত্রা মানেই পতন যাত্রা।  বিএনপির আন্দোলন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। এ গাড়ি আর উঠবে না। বিএনপির আন্দোলনের গাড়ি খাদে পড়েছে।
এখন তারা ষড়যন্ত্র করছে। তাদের আন্দোলন এখন নাশকতা। বিএনপির আন্দোলন এখন আর জমছে না। কার সাথে খেলবে আওয়ামী লীগ? এবার খেলা হবে নির্বাচনে। খেলা হবে আগুন সন্তাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে।  

উল্লেখ্য, সিল মেরে ব্যালট বাক্স ভরা ও বিরোধী দলীয় পোলিং এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়মের কারণে ২০১৮ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২০২২ সালের বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্রাকটিসেস’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২০ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদনে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের মূল্যায়ন তুলে ধরা হয়।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com