
ঢাকা: স্বাধীনতার পর ২৯ বছরের ইতিহাসের কালো অধ্যায়ের ইতি টেনে আওয়ামী লীগের নেতৃত্বে আলোর পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলা বাংলাদেশ আর পিছু হটবে না। স্বাধীনতা দিবসের আলোচনায় দৃঢ়তার সাথেই সব যড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানি শাসক আর শোষণ থেকে মুক্তির ডাক দিয়েছিলেন। স্বাধীনতার বায়ান্ন বছরে সেই ইতিহাসের ধারাবাহিকতা বহন করে চলেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান।
মুক্তিযুদ্ধ পরবর্তী রাস্ট্র ক্ষমতার পালাবদলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসনে বিএনপির বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের দূরাবস্থা দেখিয়ে বিদেশিদের সুবিধা নেওয়া শ্রেণির সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
মানুষের আস্থা নিয়ে আলোর পথে যাত্রা করা অদম্য বাংলাদেশ আর পিছু হটবে না বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। ইফতার পার্টির খরচ অসহায় মানুষের কল্যাণে ব্যায়ের সিদ্ধান্ত জানান বঙ্গবন্ধু কন্যা।