ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

পটুয়াখালীর সড়কে অনিয়ম রোধে পুলিশ সুপারের আহবান

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৫ এপ্রিল ২০২৩, বুধবার, ৭:৩১ পূর্বাহ্ন

banglahour

রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে হাটবাজার, মার্কেট ও জনস্থানে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে পটুয়াখালী প্রধান বাজার নিউমার্কেটসহ কয়েকটি হাটবাজার পরিদর্শন করেন তিনি।

এসময় স্থায়ী দোকানদার, মাছ ও সবজি ব্যবসায়ী, ভাসমান ও মৌসুমী ব্যবসায়ী এবং বাজার কমিটির সাথে আলাপ করেন।

এর আগেও জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন সড়কের মোড় ও হাটবাজারসহ পর্যটন স্পষ্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে শৃঙ্খলা ফেরাতে তিনি কয়েকটি টেকসই সমাধান করেছেন।

তিনি বলেন, হাটবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রিক্সা অটো, গাড়ি ও মটর সাইকেল পার্কিং করে যানজট সৃষ্টি করে। এতে রোজাদার ও সাধারণ মানুষেরা চরম দূর্যোগে পরে। তাই হাটবাজারে সকল সময়ে অবাধ ও নিরবচ্ছিন্ন চলাচলের জন্য সড়কে অনিয়ম প্রতিরোধ করতে আহবান জানান।

তিনি আরও বলেন, আমরা জেলার সকল জনগুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পনা করে নিয়মিত পরিদর্শন পূর্বক স্থানীয়দের সাথে আলাপ করে জনস্থানে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি। ইতিপূর্বে কয়েকটি জায়গায় অবাঞ্ছিত যানজট দূর করে সুন্দর একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

পরিদর্শনের সময়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম, সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদাসহ বাজার কমিটির প্রতিনিধি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com