
ঢাকা: জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর ঋণ পরিশোধের প্রথম কিস্তির চেক গ্রহণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণ আমাদের পাশে থাকলে যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারব। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এর সেরা উদাহরণ।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পদ্মা সেতু নির্মাণের ঋণ পরিশোধের প্রথম কিস্তি হিসেবে প্রায় ৩১৬ কোটি ৯১ লাখ টাকার চেক হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ঋণ স্থগিত এবং পরবর্তীকালে আরও কয়েকটি সংস্থা একই কাজ করায় চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পর তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন।
অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্প সুদে এ ঋণ নেয়া হয়। গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী প্রমত্তা পদ্মা নদীর ওপর ৬.১৫ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম সেতু উদ্বোধন করেন।
পদ্মা সেতু নির্মাণে মোট বরাদ্দ ছিল ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ টাকা। এক হাজার কোটি টাকায় ৪৪০ কেভি একটি ইলেকট্রিক ট্রান্সমিশন লাইন ও গ্যাস লাইন স্থাপনসহ মূল সেতু নির্মাণে বরাদ্দ ছিল ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা।
পাশাপাশি নদী শাসনে ৯ হাজার ৪০০ কোটি টাকা, দুটি টোল প্লাজা নির্মাণসহ সংযোগ সড়ক নির্মাণে ১ হাজার ৯০৭ কোটি ৬৮ লাখ, বাস্তুচ্যুত মানুষের পুর্নবাসনে ১ হাজার ৫১৫ কোটি এবং জমি অধিগ্রহণে ২ হাজার ৬৯৮ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ ছিল।
সেতুটি আগামী ১০০ বছর স্থায়ী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আর সেতুটির নির্মাণ খরচ উঠতে সময় লাগবে ৩৫ বছর।