ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

যশোর সীমান্ত থেকে ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৯ এপ্রিল ২০২৩, রবিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

banglahour

খুলনা: বিজিবির খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত থেকে ০১ কেজি ওজনের ০২টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক করেছে।

৮ এপ্রিল বিজিবি'র খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নির্দেশনায় অধীনস্থ পাঁচভূলট বিওপির একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ৯৬ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট দক্ষিণপাড়া গ্রামস্থ আম বাগানের পার্শ্বে অবস্থান নেয়। 

কিছু সময় পর টহলদল রাস্তা দিয়ে একটি ইজিবাইক আসতে দেখে এবং টহলদলের নিকটবর্তী আসলে ইজিবাইকটিকে থামতে বললে ইজিবাইকের ভিতর থেকে উক্ত ব্যক্তি দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। 

পরবর্তীতে আটককৃত স্বর্ণ পাচারকারী মোঃ সাইদুল ইসলাম (২৫)কে তল্লাশী করে ০১ কেজি ওজনের ০২ পিস বড় স্বর্ণের বার উদ্ধার করে। উক্ত স্বর্ণের বারগুলো পাচারকারীর প্যান্টের পকেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ছিল।

পাচারকারী স্বর্ণের বারগুলো পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটককৃত স্বর্ণেরর আনুমানিক সিজারমূল্য- ৮৫,০০,০০০/- (পঁচাশি লক্ষ) টাকা।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com