
মৃত পরিচয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার সহ Justice And Care, Jashore এর সহায়তায় ভারত থেকে ভিকটিম উদ্ধার করেছে পিবিআই যশোর জেলা।
০৯ এপ্রিল রাতে ঝিনাইদহ জেলা ঝিনাইদহ সদর থানার সুরাট পূর্ব পাড়া এলাকায় আসামী ১। মোঃ মজনু বিশ্বাস (৪৪) এবং তার স্ত্রী আসামী ২। মোছাঃ মাজেদা খাতুন (২৫) দ্বয়ের ভাড়া বাসা (ঝিনাইদহ সদর থানাধীন জোড়াপুকুর পাগলাকানাই রোডস্থ জনৈক খলিলের বাসা) থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
যশোর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই মোঃ মিজানুর রহমান-২ এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে এসআই) মোঃ মিজানুর রহমান-২ আসামী মোঃ মজনু বিশ্বাস (৪৪) ও মোছাঃ মাজেদা খাতুন (২৫) দ্বয়কে অত্র মামলা সংক্রান্তে গ্রেফতার পূর্বক হেফাজতে গ্রহণ করেন।
জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকার করে। আসামী মোঃ মজনু বিশ্বাস (৪৪) এবং মোছাঃ মাজেদা খাতুন (২৫) দ্বয়কে গত ১০ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।