
ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে কয়েকস্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব ডিজি এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে কেন ধরনের নাশকতা এবং হামলা এড়াতে প্রস্তুত রয়েছে র্যাব। জঙ্গি হামলার কোন ধরনের আশঙ্কা নেই, তবে সাইবার জগতে সবসময় নজরদারি রয়েছে র্যাব এর মনিটরিং টিমের।