
মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকলিমা বেগমকে (৫২) গ্রেফতার করেছে র্যাব-৩।
১২ এপ্রিল গভীর রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় ২০১০ সালে ০১টি মাদক মামলা রুজু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।