
ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা নিউ সুপার মার্কেটের আগুন লেগেছে। এখানো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়াও তাদের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি দল।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু গণমাধ্যমকে জানিয়েছেন, নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।