
ঢাকা: জিয়াউর রহমানের শাসনামলে সামরিক সদস্যদের গণহত্যা ও বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের নৃশংসতা মানুষ ভুলে গেছে উল্লেখ করে-জনগন বিএনপিকে চায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহ প্রকাশ করেন-অতীত অভিজ্ঞতা অনুযায়ি এই অপকর্মে বিএনপি জড়িত থাকতে পারে।
আন্দোলনের নামে ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার শিকার হাজারো মানুষের হাহাকার এখনও ভাসছে। নিহতের পরিবার কিংবা আহতরা সেই দুঃসহ সময়ের ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেনি আজও।
১৯৭৭ সালে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে সামরিক সদস্যদের হত্যাকান্ডের নেপথ্যে জিয়াউর রহমানের নৃশংস সিদ্ধান্তের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নিহত সামরিক সদস্য ও অগ্নিসন্ত্রাসে নিহতদের স্বজনরা স্মৃতিচারণ করেন। আবেগাপ্লুত হয়ে যান স্বজনহারা সমব্যাথি বঙ্গবন্ধু কন্যা।
জিয়াউর রহমানের বিচারের দাবী আসে স্বজনহারাদের হাহাকারে। অগ্নি সন্ত্রাসের শিকার ভুক্তভোগীরাও আঙুল তোলেন বিএনপির বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষীদের বিচারের আশ্বাস দেন।
জিয়াউর রহমানের মতো কর্মকান্ডের জন্য খালেদা জিয়াকেও সমানভাবে দায়ি করেন প্রধানমন্ত্রী।
পরে আমন্ত্রিতদের হাতে ঈদ শুভেচ্ছা ও উপহার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা।