
বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিমানবন্দরের সড়কে ওভারপাস পরিদর্শনে এসে তিনি এর মন্তব্য করেন।
তিনি বলেন বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদ যাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটর বাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার। ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। চালু থাকবে মনিটরিং সেল ও।