
টোকিওর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) টোকিওর স্থানীয় সময় বেলা ৪.৪৫ মিনিটে হানেদা বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকরী বিমানটি হল ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট (বিজি-১৪০৩)।
জাপানের হানেদা বিমানবন্দরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দীন আহমেদ পূর্ব থেকে অবস্থান করেন। প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা অবতরণের সাথে সাথে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান তাঁরা।
টোকিওর বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। এদেশে সফরকালে প্রধানমন্ত্রী এ ভবনেই অবস্থান করবেন।
১৫ দিনের দীর্ঘ এ সফরকালে প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন বলে সূত্র জানায়। সফরকালে টোকিওর সাথে ৮টি চুক্তি সাক্ষরিত হবে বলে ঢাকার আশা।